ঠাকুরগাঁওয়ে দৈনিক লাখ টাকার পোনা বেচাকেনা


প্রকাশিত: ০৬:০২ এএম, ১২ এপ্রিল ২০১৫

ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর এলাকায় লোকচক্ষুর অন্তরালে মাছ চাষে বিপ্লব ঘটিয়েছেন রাজা নামের এক যুবক। নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন আরও ২০-২৫ জন বেকার মানুষের। তার হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করে ঠাকুরগাঁওসহ পার্শ্ববর্তী জেলাসমূহের শত শত মাছ চাষী নিজ নিজ পুকুরে মাছের চাষ করে লাভবান হয়েছেন। তার এই সাফল্য দেখে অনেক বেকার যুবক এগিয়ে এসেছেন মাছ চাষে।

মাছ চাষের শুরুর দিকের ঘটনা নিয়ে রাজা জাগো নিউজকে বলেন, প্রথমে পোল্ট্রি ফিডের ব্যবসা শুরু করি। কিন্তু লোকসান হওয়ায় হতাশ হয়ে পড়ি। এমন সময় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করে ২০১০ সালে নিজের একটি পুকুরে শুরু করি মাছ চাষ। পরবর্তীতে মৎস অধিদফতর এবং যুব উন্নয়ন অধিদফতরের প্রশিক্ষণ নেই ও তাদের পরামর্শে মৎস্য চাষ সম্প্রসারণ করতে থাকি। তারপর থেকে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

মৎসচাষী রাজা তিল তিল করে অতি যত্নে গড়ে তোলেন তাদের প্রতিষ্ঠান রাজা-বাদশা মৎস্য খামার। ঠাকুরগাঁও এবং পাশ্ববর্তী দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী জেলার মৎস্য চাষীদের কাছে লাভ করেন ব্যাপক পরিচিতি। গড়ে তোলেন একটি হ্যাচারি। তার এই অত্যাধুনিক হ্যাচারিতে রুই, মৃগেল, কাতলা, সিলভার কার্প, ব্রিগেড, কমন কার্প, গ্রাস কার্প, কালবাউস, থাইপুঁটি ইত্যাদি মাছের ডিম এবং ডিম থেকে রেণু-পোনা উৎপন্ন করছেন।

তিনি আরও জানান, শিগগিরই তার হ্যাচারিতে দেশি ছোট মাছ যেমন- মলা, গোলসা, পাবদা, কই, শিং, মাগুর ইত্যাদি মাছের প্রজনন করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে প্রায় এক হাজার কেজি রেণু-পোনা উৎপাদন হচ্ছে এই হ্যাচারি থেকে। প্রতি কেজি ৮ হাজার টাকা হিসেবে এক হাজার কেজি রেণু-পোনার দাম হয় কয়েক লক্ষ টাকা।

বর্তমানে মাছ চাষের সমস্যার কথা বলতে গিয়ে এই সফল মাছচাষী জানালেন, তার নানান অভিযোগ। প্রথমেই ব্যাংক ঋণ না পাওয়ার কথা জানালেন তিনি। নিজের টাকার সঙ্গে যদি ব্যাংক সহযোগিতা পেতেন তাহলে মাছ চাষকে শিল্প হিসেবে তিনি উন্নত করতে পারতেন।

তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি জানালেন, দেশে বেকার যুবকদের তিনি তার খামারে প্রশিক্ষণের ব্যবস্থা করতে চান। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তাকে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিলে এবং এ খাতে বিনিয়োগে ব্যাংকগুলো এগিয়ে এলে তার স্বপ্নের বাস্তবায়ন হবে।

ঠাকুরগাঁও জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল সাত্তার জানান, রাজা-বাদশা হ্যাচারি গুণগতমানের পোনা উৎপাদনসহ মৎস্য চাষীদের কম মূল্যে পোনা দিয়ে মাছ চাষে উদ্বুদ্ধ করছে।

এমজেড/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।