নড়াইলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
প্রতীকী ছবি
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগর এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।
বৃহস্পতিবার বেলা ১১টায় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। একই পরিবারের দুই সন্তানের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, লোহাগড়ার রাধানগর এলাকার রজব আলী বিশ্বাসের চার বছরের ছেলে আরাফাত এবং মিরাজুল বিশ্বাসের পাঁচ বছরের মেয়ে ফাবিয়া সকালের খাবার খেয়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলতে বের হয়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েন।
পরে প্রতিবেশী আমির ফকিরের পুকুরে ভাই-বোনের মরদেহ ভেসে ওঠে। পরে তাদের মরদেহ উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
হাফিজুল নিলু/এফএ/আরআইপি