আনসার সদস্যের মরদেহ ফেরত দিল বিএসএফ
ফেনীর ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর সীমান্তে মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত আনসার সদস্য নওশের আলীর মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবির কাছে মরদেহটি হস্তান্তর করে।
এদিকে, ম্যাজিস্ট্রেট সোহেল রানার সোর্স নিখোঁজ সুমনের সন্ধান পাওয়া যায়। বর্তমানে তিনি বিএসএফের হেফাজতে রয়েছে। তাকে ভারতীয় আদালতের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছে বিএসএফ।
স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে ফেনীস্থ-৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তা মেজর আশ্রাফ, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ঊক্য সিং, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমার সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ত্রিপুরা ভারত-৮৬ ব্যাটালিয়নের কর্মকর্তা লে. কর্নেল শ্রী সুরেন দাস, লে. কর্নেল নরেশ মনোহর, কোম্পানি কমান্ডার সত্যপালের বৈঠক হয়। বৈঠক শেষে বিজিবির কাছে নিহত আনসার সদস্যের মরদেহ হস্তান্তর করে বিএসএফ।
এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফুলগাজী উপজেলার ভারত সীমান্তবর্তী বদরপুরে মাদক আস্তানায় অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এসময় কয়েকজন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে ধরে ফেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
পরে মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলাকালে মাদক ব্যবসায়ীদের হামলায় নওশের আলী নামে এক আনসার সদস্য নিহত, ম্যাজিস্ট্রেট সোহেল রানার সোর্স সুমন নিখোঁজ ও সোহেল রানা আহত হন। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জহিরুল হক মিলু/এআরএ/পিআর