শরীয়তপুরে জাটকা ধরার সময় ৩ জেলে আটক
শরীয়তপুরের নড়িয়ায় উপজেলার অপদা এলাকায় পদ্মা নদীতে জাটকা ইলিশ ধরার সময় কারেন্ট জালসহ ৩ জেলেকে আটক করা হয়েছে। বৃস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন জেলার জাজিরা উপজেলার কলমিরচর ইউনিয়নের খেজুর তলা গ্রামের খলিল মাদবরের ছেলে আলমগীর মাদবর (২৫), সেলিম খালাসীর ছেলে অনিক খালাসী (১৯) ও ইউনুস মুল্লিকের ছেলে মীর হোসেন মল্লিক (২৫)।
নড়িয়া উপজেলার দায়িত্বরত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, পদ্মা নদীতে জাটকা ইলিশ ধরার সময় কারেন্ট জালসহ তিন জেলেকে আটক করেছে নড়িয়া সুরেশ্বরের নৌ-ফাঁড়ি পুলিশ।
তাদের কাছ থেকে পাওয়া ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের তিনজনকে ৩ হাজার করে মোট ৯ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
মো. ছগির হোসেন/এএম/জেআইএম