মানিকগঞ্জে মাদক বিরোধী ব্রেভার কনসার্ট


প্রকাশিত: ০৩:০৫ এএম, ১১ মার্চ ২০১৭

‘মাদককে না বলুন’ এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত হবে ব্রেভার কনসার্ট। শনিবার বিকেল ৩টায় এই কনসার্ট শুরু হওয়ার কথা রয়েছে।

জেলা প্রশাসনের সহায়তায় মাদক বিরোধী এ কনসার্টের আয়োজন করেছে প্রাণ-এর জনপ্রিয় পানীয় ‘ব্রেভার’। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম ও জাগো এফএম।

কনসার্টে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী এফ এ সুমন, লুবনা লিমি, মনির, আয়শা মৌসুমিসহ অনেকেই।

আয়োজকরা জানান, কনসার্টের সব আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। স্টেডিয়ামের ভেতরেই অনুষ্ঠিত হবে এ কনসার্ট।
কনসার্টে ব্রেভার ড্রিংকের বোতলের লেবেল প্রদশর্ন করা হলে প্রবেশাধিকার ফ্রি।

বি.এম খোরশেদ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।