পরিচয়বিহীন নারীটি কারাগারের নিরাপদ হেফাজতে
এক সপ্তাহ ধরে মানিকগঞ্জ জেলা কারাগারের নিরাপদ হেফাজতে রয়েছেন মধ্য বয়সী এক নারী। মানসিক ভারসাম্যহীন এই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার জন্য পুলিশ বিভিন্ন থানায় তার বার্তা প্রেরণ করেছে।
মানিকগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক জাকারিয়া হাওলাদার জানান, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মডেল উচ্চ বিদ্যালয়ে পাশে মানসিক ভারসাম্যহীন এক নারীকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ওই নারীকে একটি লাগেজসহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
সাড়ে ৪ ফুট উচ্চতা গায়ে রং ফর্সা কালো বোরকা পড়া ওই নারী নিজের পরিচয় জানাতে পারেননি পুলিশ। তার নাম নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে তার নাম ফাতেমা বেগম, বাবা হযরত মুহাম্মদ (স.), মা আমেনা বেগম বলে জানায়।
একাধিকবার জিজ্ঞাবাদ করার পরেও সে একই কথা বলে। তার সর্ম্পকে কোনো তথ্য না পাওয়ায় বুধবার (৮ মার্চ) তাকে মানিকগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত ওই নারীকে নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। সে এখন মানিকগঞ্জ জেলা কারাগারে নিরাপদ হেফাজতে আছেন
বি.এম খোরশেদ/জেএইচ