মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১৪ মার্চ ২০১৭

রাজু আহমেদ বুলবুলকে সভাপতি এবং আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে প্রায় দেড় বছর পর মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এসআর সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন স্বাক্ষরিত ৬ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

২০১৫ সালে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগে জেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দেয়া হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আব্বাস আকাশ, সিফাত কুরেশী সুমন এবং সাংগঠনিক সম্পাদক তানভির ফয়সাল মাহি।

এছাড়া জেলা ছাত্রলীগের সাবেক নেতা তাপস সাহা ও ইয়াদ কোরেশী ইমনকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য করা হয়েছে।

সবশেষ ২০১৪ সালের ২৩ জুলাই ১৫৪ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন হয়।
 
কিছুদিন না যেতেই সভাপতি সাদেকুল ইসলাম সোহা এবং সাধারণ সম্পাদক এনামূল হকের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ  কর্মকাণ্ডের অভিযোগ এনে প্রধানমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ দেন জেলার শীর্ষ নেতারা।

এতে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন স্বাক্ষর করেন।

অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তদন্তে প্রমাণ মেলায় ২০১৫ সালের ৫ নভেম্বর জেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দেয়া হয়।

বি.এম খোরশেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।