দিনাজপুরে জোড়া খুনের ঘটনায় তদন্ত কমিটি
দিনাজপুরের বোচাগঞ্জে কথিত পীরসহ দুইজনকে হত্যার ঘটনার এখনো কোনো মোটিভ খুঁজে পায়নি পুলিশ। ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো মামলা না হলেও ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।
পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য কাদেরিয়া মোহাম্মদিয়া খানকা শরিফের খাদেম সাইদুর রহমানকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে খোঁজা হচ্ছে পালিত মেয়ে গৃহপরিচারিকা রুপালী বেগমের স্বামী সিরাজুল ইসলামকে।
মঙ্গলবার বোচাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
ঘটনাটির বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। ঘটনা তদন্তে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ জামান আশরাফকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, অতিরিক্ত পুরিশ সুপার (অপরাধ) মিজানুর রহমান, কাহারোল সার্কেল অফিসার রুহুল আমিন, বোচাগঞ্জ থানা পুলিশের ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ডিবির এসআই বজলুর রশিদ ও ফরিদ হোসেন।
দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, এই ঘটনায় কোনো জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি শত্রুতামূলকভাবে তাদের হত্যা করা হয়েছে কিনা সেটাও দেখছে পুলিশ। এক কথায় সব দিক মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। যত দ্রুত সম্ভব হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার করা হবে।
এর আগে সোমবার রাত ৮টার দিকে বোচাগঞ্জ উপজেলার দৌলা এলাকায় কথিত পীর ফরহাদ হাসান চৌধুরী ও তার পালিত মেয়ে গৃহপরিচারিকা রুপালী বেগমকে গুলি ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।
এমদাদুল হক মিলন/এএম/আরআইপি