বাহুবলের চার শিশু হত্যা মামলা সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে


প্রকাশিত: ১০:৪৬ এএম, ১৪ মার্চ ২০১৭

হবিগঞ্জের বাহুবলে আলোচিত চার শিশু হত্যা মামলা সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস মামলাটি সিলেট প্রেরণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, গত বছরের নভেম্বরে মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রশাসনিক আদেশ দেয়া হয়। কিন্তু কেন পাঠাতে বিলম্ব হয়েছে তা আমার বোধগম্য নয়। ওই আদেশের পরিপ্রেক্ষিতে মামলাটি মঙ্গলবার সিলেট প্রেরণ করা হয়েছে। মামলার মোট সাক্ষী ৫৭ জন। এরই মধ্যে ৪৩ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

উল্লেখ্য, বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া শুভ, তার চাচাতো ভাই তাজেল মিয়া, মনির মিয়া ও ইসমাইল মিয়া গত বছরের ১২ ফেব্রুয়ারি গ্রামের মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। এরপর দিন বাহুবল থানায় সাধারণ ডায়রি করেন জাকারিয়া শুভর বাবা ওয়াহিদ মিয়া।

১৬ ফেব্রুয়ারি বাহুবল থানায় অপহরণ মামলা দায়ের করেন মনিরের বাবা আব্দাল মিয়া। ১৭ ফেব্রুয়ারি গ্রামের পার্শ্ববর্তী বালুর ছাড়া থেকে মাটিচাপা দেয়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এরপরই অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়। ঘটনার দিনই গ্রেফতার করা হয় গ্রামের একটি পঞ্চায়েতের সর্দার আব্দুল আলী বাগালকে।

এরপর একে একে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পুলিশি তদন্তে বেরিয়ে আসে গ্রাম্য পঞ্চায়েত নিয়ে বিরোধের জের ধরে খুন হয় ওই চার শিশু।

তদন্ত শেষে মামলায় মোট ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এর মাঝে বাচ্চু মিয়া নামে এক সিএনজি অটোরিকশা চালক র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে। আর গ্রেফতারকৃত সালেহ আহমেদ ও তার ভাই বশির আহমেদের নাম তদন্তে না আসায় তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

বর্তমানে কারাগারে আটক আছে মামলার প্রধান আসামি আব্দুল আলী বাগাল, তার ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়া, ভাতিজা সাহেদ ওরফে সায়েদ ও অন্যতম সহযোগী হাবিবুর রহমান আরজু।

মামলায় পলাতক রয়েছে- উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া। হত্যাকাণ্ডটি দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মামলাটি হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বিচারাধীন ছিল।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।