শরীয়তপু‌রে ট্রা‌কচাপায় প্রবাসী নিহত


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১৫ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

শরীয়তপু‌রে ট্রাকচাপায় মো. আবু সি‌দ্দিক সরদার (৪০) না‌মে এক প্রবাসী নিহত হ‌য়ে‌ছেন। মঙ্গলবার বি‌কেল সা‌ড়ে ৩টার দিকে শরীয়তপুর সদর পৌরসভার ঢাকা-শরীয়তপুর মহাসড়কের প্রেমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবু সি‌দ্দিক সরদার শরীয়তপুর পৌরসভার ২নং ওয়ার্ডের দ‌ক্ষিণ আটং গ্রামের মৃত খ‌লিলুর রহমান সরদা‌রের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ওই প্রবাসী। শরীয়তপুরের মনোহর বাজার থেকে ছেড়ে আসা একটি ট্রাক প্রেমতলা মো‌ড়ে মোটরসাই‌কেলটিকে চাপা দিলে গুরুতর আহত হন আবু সি‌দ্দিক।

তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চি‌কিৎসারত অবস্থায় মঙ্গলবার রা‌ত ১২টার দি‌কে আবু সি‌দ্দিকের মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. ছ‌গির হো‌সেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।