শরীয়তপুরে ৭ জেলে আটক
শরীয়তপুরের নড়িয়ায় উপজেলার অপদা এলাকায় পদ্মা নদীতে জাটকা ইলিশ ধরার সময় কারেন্ট জালসহ সাত জেলেকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- জেলার নড়িয়া উপজেলার বাংলাবাজার গ্রামের বাবুল সরদারের ছেলে মো. খোরশেদ সরদার (২০), চরাত্রা আলী মালত কান্দি গ্রামের নাছির হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার (২১), ঈশ্বর কাঠি গ্রামের মরন মীরের ছেলে জলিল মীর (৪০), জাজিরা উপজেলার বাবুর চর গ্রামের হামেদ খাঁর ছেলে মনির খাঁ (৪০), কুণ্ডেরচর গ্রামের মজিবর ভূইয়ার ছেলে হাসান ভূইয়া (২৮), মাদারীপুর জেলার শিবচর এলাকার সামসুদ্দিন সরদারের ছেলে আব্দুস সিদ্দিক সরদার (৩০) ও আব্দুল কুদ্দুস সরদার (২৮)।
নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিন বলেন, পদ্মা নদীতে জাটকা ইলিশ ধরার সময় কারেন্ট জালসহ সাত জেলেকে আটক করেছে নড়িয়া উপজেলা মৎস্য অফিস। তাদের কাছ থেকে পাওয়া ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাঁচজনকে তিন হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয় এবং দুই জনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে হাজতে পাঠানো হয়েছে।
ছগির হোসেন/আরএআর/এমএস