নড়াইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
নড়াইল জেলায় পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শরিফুল বিশ্বাস ও তাসলিমাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এসআই হাসানসহ ডিবি পুলিশ ইউনিট শহরের ভাদুলিডাঙ্গার নিজ বাড়ি থেকে শরিফুল বিশ্বাস ও তাসলিমাকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শরিফুল বিশ্বাস পৌরসভার ভাদুলিডাঙ্গার ওয়াজেদ বিশ্বাসের ছেলে।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ কাজে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
হাফিজুল নিলু/এএম/জেআইএম