কাগতিয়া কামিল মাদ্রাসার সালানা জলসা শনিবার


প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১৬ মার্চ ২০১৭

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদ্রাসার ৮৫তম সালানা জলসা আগামীকাল (১৮ মার্চ) শনিবার অনুষ্ঠিত হবে।

এদিন মাদ্রাসা ময়দানে বেলা ১টা থেকে শুরু হবে সালানা জলসা। এতে সভাপতিত্ব করবেন- বাংলাদেশ জমিয়াতুল মোদের্রেছীনের মহাসচিব হজরতুলহাজ আল্লামা শাব্বির আহমদ মোমতাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয় বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির ভুঁঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর এ কে এম ছায়েফউল্লাহ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, প্রফেসর মো. আবুল হাসান, গাছবাড়িয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক মোহাম্মদ কামরুল ইসলাম, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবুদ্দিন মোহাম্মদ আরিফ (বিএ), মদিনা ট্যানারিজ স্বত্বাধিকারী, আলহাজ আবু আহমদ, অ্যালবিয়ন ল্যাবরেটরিজের ব্যবস্থপনা পরিচালক আলহাজ মোহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।

জলসায় সব মুসলিম মিল্লাতকে উপস্থিত হওয়ার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।