হবিগঞ্জে ট্রাক খাদে পড়ে চালক নিহত
প্রতীকী ছবি
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাবুল মিয়া (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার পুকরা ইউনিয়নের বাঘজোড় গ্রামের নবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল নরসিংদীর ইটখলা এলাকার বাসিন্দা।
বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, সকালে নবীগঞ্জগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/এমএস