নদীতে পড়ার ৩৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১২:০০ পিএম, ১৬ এপ্রিল ২০১৫

ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি কিষানী থেকে পড়ে যাওয়ার ৩৪ ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাব্বির হোসেন নামের এক শিশুর মরদেহ জেলেদের জালে পেঁচানো অবস্থায় উদ্ধার করেন জেলেরা। এর আগে শিশুটির খোঁজে তার স্বজনরা ট্রলার নিয়ে দু`দিন তল্লাশি অভিযান চালিয়ে ছিলেন।

বুধবার ভোরে লক্ষ্মীপুর মজু চৌধুরী ঘাট থেকে ফেরি কিষানী মেঘনা নদীর বিরবিরি চর এলাকা অতিক্রমকালে ভোর ৪টার দিকে শিশুটি ফেরির কিনারে গেলে হঠাৎ পড়ে যায়।

এমজেড/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।