নীলফামারীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৫
নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক ২৫ জনকে গ্রেফতার হয়েছে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নীলফামারী পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ডোমার উপজেলায় ১০ জন, জলঢাকায় ৬ জন, সৈয়দপুরে ৪ জন, নীলফামারী সদরে ৩ জন ও ডিমলায় ২ জন। এদের মধ্যে জিআর মামলার আসামি ১৪ জন, সিআর মামলায় তিনজন এবং নিয়মিত বিভিন্ন মামলার আটসহ মোট ২৫ জন আসামি রয়েছে।
জাহেদুল ইসলাম/এআরএ/পিআর