উন্নয়নকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না : হানিফ


প্রকাশিত: ০২:৫০ পিএম, ১৯ মার্চ ২০১৭

আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবদিক দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।

রোববার বিকেলে সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বরণসভায় যোগদান শেষে এসব কথা মাহবুব-উল-আলম হানিফ।

বিকেলে জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ ও এনামুল হক মোস্তফা শহীদ স্মৃতি ফাউন্ডেশন এ স্বরণসভার আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব-উল-আলম হানিফ বলেন, মরহুম মোস্তফা শহীদ সাহেব ছিলেন গুণী মানুষ। তিনি মুক্তিযুদ্ধ করেছেন। তাকে আমরা ভুলতে পাবর না। তিনি আমাদের হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবেন।

জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন পাকিস্তানের এজেন্ট। বিএনপি ক্ষমতায় এসে বোমাবাজি শুরু করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে রক্ষা করেছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু এতে সভাপতিত্ব করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের এবং এনামুল হক মোস্তফা শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব নিজামুল হক রানা অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নেতা অধ্যাপক মো. রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, পৌর মেয়র মো. ছালেক মিয়া প্রমুখ।

কামরুজ্জামান আল রিয়াদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।