রাঙামাটিতে জঙ্গি সন্দেহে শিবির নেতাসহ আটক ৬
রাঙামাটিতে জঙ্গি সন্দেহে কেন্দ্রীয় নেতা ও জেলা শাখার সভাপতিসহ ৬ শিবিরকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে জেহাদি বই উদ্ধার করা হয়।
আটকরা হলেন, জামায়াত-শিবিরের কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক হারুন অর রশীদ (৩০), জেলা শাখার সভাপতি ইউসুফ বিন সিরাজ (৩০), সাবেক বায়তুল-মাল সম্পাদক ও বর্তমান আলফেসানি স্কুল ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল আলম (১৮), সদস্য মোস্তফা কামাল (১৯), সাখাওয়াত হোসেন (১৬) ও ইরফানুল হক (১৬)। আটকদের দুপুরে রাঙামাটির কোতোয়ালি থানা হেফাজতে পাঠায় ডিবি।
পুলিশ জানায়, আটক কেন্দ্রীয় শিবির নেতা হারুন-অর রশীদের গ্রামের লাল মনিরহাটে। তার বিরুদ্ধে রংপুরে ৭টিসহ মোট ৮ মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আলী জানান, জঙ্গি সন্দেহে তাদের আটক করা হয়েছে। ওই এলাকায় তাদের সভা করতেও দেখা গেছে। দলবেঁধে তাদের এধরনের সন্দেহজনক গতিবিধি জঙ্গি তৎপরতার সঙ্গে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকতে পারে- এমন সন্দেহে ওই ৬ শিবিরকর্মীকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। আটককৃতদের থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন, আটকদের মধ্যে দুইজন বাইরের এবং চারজন রাঙামাটির। তারা রোববার রাতে ডিসি বাংলো পার্কে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গোপনে সভা করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেহাদি বইসহ তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, আটক হারুন-অর রশীদ রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করার সময় শিবিরের সভাপতি ছিলেন।
রংপুরে তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে বলে নিজেই স্বীকারোক্তি দিয়েছেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ।
সুশীল প্রসাদ চাকমা/এআরএ/পিআর