হাবিপ্রবিতে জাকারিয়াকে গুলি ও মিল্টনকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ১০:১৮ এএম, ১৭ এপ্রিল ২০১৫

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এদেরমধ্যে জাকারিয়াকে মাথায় গুলি করে ও মাহামুদুল হাসান মিল্টনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

শুক্রবার দুপুর ১২টার সময় পুলিশ তাদের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এরপর দুপুর ১টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তাদের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

সুরতহাল রিপোর্টে কোতয়ালী থানার এস আই আব্দুর নুর উল্লেখ করেন, জাকারিয়ার ডান কানের কাছে গুলি করা হয়েছে। এছাড়াও জাকারিয়ার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আর মাহামুদুল হাসান মিল্টনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার ঘাড়ের পিছন দিকে, হাতে, কোমরে এবং পায়ে অনেক আঘাতের চিহ্ন রয়েছে।

দিনাজপুর মেডিকেল কলেজর ফরেন্সিক বিভাগের প্রধান ময়নাতদন্তকারী ডা.আমীর আলী জাগো নিউজকে জানান, নিহতদের মধ্যে জাকারিয়ার মাথার পিছনে গুলির ও মিল্টনের ঘাড়সহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। বিস্তারিত রিপোর্টে উল্লেখ করা হবে।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।