চাঁদাবাজির মামলায় রাজাপুর ছাত্রলীগ সভাপতি কারাগারে
চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়ায় মামলায় ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তার বাবাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার দুপুরে ঝালকাঠি জেষ্ঠ্য বিচারিক হাকিম রুবাইয়া আমিনার আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, চাঁদাবাজি মামলায় রাজাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব রুবেল ও তার বাবা তোফাজ্জেল হোসেন বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তা না মঞ্জুর করে বাবা ও ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে জমি দখলের পাঁয়তারা, চাঁদা দাবি ও নির্মাণ সামগ্রীসহ মালপত্র লুটের অভিযোগ এনে একই উপজেলার উত্তার চরাইল গ্রামের আব্দুল মান্নান খান বাদী হয়ে গত ১৭ মার্চ ছাত্রলীগ সভাপতি ও তার বাবার বিরুদ্ধে রাজাপুর থানায় চাঁদাবাজির মামলা করেন।
মো. আতিকুর রহমান/এএম/এমএস