হবিগঞ্জে মহিলাসহ গ্রেফতার ৩০


প্রকাশিত: ১২:০০ পিএম, ২৫ মার্চ ২০১৭

হবিগঞ্জে মহিলাসহ ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন মামলা রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে সদর মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায়। এসময় বিভিন্ন মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত বেলাল মিয়া, সেলিম মিয়া, জমির আলী, আবুল কাশেম তাহির, আছকির মিয়া, কুদরত, টেনু মিয়া, ভিংরাজ, চান মিয়া, কাজল চৌধুরী, কালা মিয়া, এরমান, ইদ্রিস আলী, ছালেক, সিদ্দিক আলী, চন্দন, তাহির, ছমর আলী, রেনু, হাসিদ মিয়া, আলফু মিয়া, আনিছ মিয়া, লিটন মিয়া, মতলিব, ছালেকা বেগমকে গ্রেফতার করা হয়।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, আসামিদের বিরুদ্ধে পরোয়ানা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।