ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে একজন আটক


প্রকাশিত: ১২:০৭ পিএম, ১৯ এপ্রিল ২০১৫

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরি সীমান্ত থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম আহসান আলী (৩০)। তিনি ওই উপজেলার গেরুয়াডাঙ্গীর গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, আহসান আলী সীমান্তের ৩৬৮ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

অন্যদিকে একই সময়ে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্ত এলাকা থেকে আব্দুল হক (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র পরিচালক তুষার বিন ইউনুস আটক দু’জনের কথা স্বীকার করে জানান, এ বিষয়ে উভয়পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।