থানচিতে পুড়েছে ৩৫ দোকান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২০ এএম, ২৭ মার্চ ২০১৭
ফাইল ছবি

বান্দরবানের থানচি উপজেলায় অন্তত ৩৫টি দোকান আগুনে পুড়ে গেছে। রোববার রাতে উপজেলার বলী বাজারে এ ঘটনা ঘটে। পরে দমকল বাহিনী আড়াই ঘণ্টা চেষ্টা করে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

থানচির বলিপাড়ার ইউপি সদস্য আক্তার হোসেন জানান, রোববার রাতে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে আরও ৩৪টি দোকানে। এসময় স্থানীয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো পর্যন্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।

থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সত্তার বলেন, গভীর রাতে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল বাহিনীর সদস্যরা আজ ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে।

সৈকত দাশ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।