স্বাধীনতা দিবসে শিক্ষককে মারধর : সেই আ.লীগ নেতা আটক


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২৮ মার্চ ২০১৭

ঝালকাঠি রাজাপুর উপজেলার সাতুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান শিক্ষককে মারধর করার ঘটনায় অভিযুক্ত সেই আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতুরিয়া গ্রাম থেকে ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসানের নেতৃত্বে তাকে আটক করে রাজাপুর থানা পুলিশ।

এ ব্যাপারে ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লাঞ্ছিত করার ঘটনায় প্রধান শিক্ষক ফজলুল হক আকন রাজাপুর থানায় জিডি করেন।

তারই প্রেক্ষিতে আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে থানায় আনা হয়েছে। বিষয় নিয়ে স্থানীয়ভাবে বসা হচ্ছে বলেও এই পুলিশ কর্মকর্তা জানান।

প্রসঙ্গত, ঝালকাঠির রাজাপুর উপজেলায় এমএম মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক আকনকে মারধর করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

তাকে না জানিয়ে বিদ্যালয় চত্বরে ওই অনুষ্ঠান করতে দেয়ার অনুমতি দেয়ার অপরাধ দেখিয়ে শিক্ষককে মারধর করেন স্কুলটির পরিচালনা পর্ষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার সকালে রাজাপুর-খুলনা মহাসড়কে ঘণ্টাব্যাপী অবরোধ করে। পরে স্কুলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

মোঃ আতিকুর রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।