নড়াইলে ১৪ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ
স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে নড়াইলে ১৪ মাদকসেবী ও ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। নড়াইলের পুলিশ সুপারের মাদকমুক্ত নড়াইল জেলা গড়ার আহ্বানে সাড়া দিয়ে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের এসব মাদকসেবী ও ব্যবসায়ীরা আত্মসমর্পণ করলো।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আত্মসমর্পণ করা মাদকসেবী ও ব্যবসায়ীদের ফুল দিয়ে বরণ করেন নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।
এ সময় নড়াইলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান, ডিবি পুলিশের ওসি মো. আশিকুর রহমান, কলোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্বাস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
হাফিজুল নিলু/আরএআর/এমএস