হবিগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০১ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এনার্জি প্রিমার কুইক রেন্টাল বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অাগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছ- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনর্চাজ মো. জামাল উদ্দিন শাহীন জানান, ৫০ মেগাওয়াটের ওই শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে।

খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।