৪ দিন পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিলার ধসে যাওয়া ব্রিজের মেরামত কাজ শেষ হয়েছে। এর ফলে টানা ৪ দিন বন্ধ থাকার পর সোমবার বেলা ১টা ৩৫ মিনিটে ফের সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হচ্ছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার এবিএম সাইফুল ইসলাম জানান, ১টা ৩৫ মিনিটে পাহাড়িকা ট্রেনটি শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে গেছে। সোমবার রাতের সবগুলো ট্রেনই চলাচল করবে বলে আশা করা যাচ্ছে। এর মধ্য দিয়েই ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ব্রিজের নিচে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে মাধবপুর উপজেলার ইটাখলার অদূরে ৫৫নং ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ২৯ মার্চ প্রচণ্ড ঝড়বৃষ্টি হয়। এর ফলে ২৯ মার্চ দিবাগত রাতে ব্রিজটির একটি পিলার ধসে গেলে ব্রিজটি ভেঙে যায়।
এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। টানা ৪ দিন বন্ধ থাকার পর ব্রিজটি মেরামত শেষে ৫ দিনের মাথায় সোমবার ফের ট্রেন চলাচল শুরু হলো।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/পিআর