ইব্রাহিমের পাশে এবার পুলিশ কর্মকর্তা


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০৩ এপ্রিল ২০১৭

নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের ব্রেইন টিউমারে আক্রান্ত সাত বছর বয়সী শিশু ইব্রাহিমের পাশে এবার দাঁড়িয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের ডিসি শেখ নাজমুল আলম।

সোমবার শেখ নাজমুল আলম তার কার্যালয়ে শিশুটির বাবা আলী আহম্মদ মোল্ল্যার হাতে সাহায্যের ৭৫ হাজার টাকা তুলে দেন। তিনিসহ তার সহকর্মীরা শিশুটির অপারেশনের খরচ বাবদ এই সহযোগিতা করেছেন।

এর আগে গত ৫ মার্চ ‘জাগো নিউজের আরেক মিশন শিশু ইব্রাহিম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে ব্যাপক সাড়া পড়ে। একই সঙ্গে ফেসবুকেও বিষয়টি প্রচার করা হয়। এর কিছুদিন পর ইব্রাহিমকে নড়াইল থেকে ঢাকায় নিয়ে আসা হয়।

ইব্রাহিমকে নড়াইল থেকে ঢাকায় নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি ও প্রথম অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেন এনার্জি প্লাস প্রাইভেট লি. এর কর্মকর্তা এফ এম আমিরুল ইসলাম। মূলত তিনিই তার ফেসবুকে ইব্রাহিমকে নিয়ে সাহায্য-সহযোগিতা চেয়েছেন। সেই আহ্বানে সাড়া দেন পুলিশ কর্মকর্তা শেখ নাজমূল আলম।

ইব্রাহিমের বাবা আলী আহম্মদ মোল্ল্যা বলেন, পুলিশ যে বিপদের বন্ধু, সেটা নাজমূল স্যারকে দেখেই বুঝলাম। তাদের জন্যই হয়তো আমাদের সন্তানরা সুস্থ হয়ে উঠে।

ইব্রাহিম মোল্ল্যা বর্তমানে আগারগাঁও নিউরোসায়েন্সেস ইনন্সিটিউটের ৭২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বেডে ডা. সুদিপ্ত কুমার রায়ের তত্ত্বাবধায়নে ভর্তি রযেছে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।