শেরপুরে বজ্রপাতে নিহত ১


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০৫ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে বুদু মিয়া (৫৫) নামে  মৎস্য খামারের এক কেয়ারটেকার নিহত হয়েছেন। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত বুদু মিয়া  সিংগাবরুনা ইউনিয়নের বকুলতলা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়নের মাধবপুর মোর্গাচুরা এলাকার এক মৎস্য খামারের কেয়ারটেকার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শ্রীবরদীর সিংগাবরুনা ইউনিয়নের মাধবপুর মোর্গাচুরা এলাকার মৎস্য খামারে বুদু মিয়া মাছের পরিচর্যায় ব্যস্ত ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাকিম বাবুল/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।