উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের ঝুলন্ত মরদেহ, পাশে সুইসাইড নোট
নাটোরের বাগাতিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদুন্নবী বেফিনের (৬৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এসময় একটি চিরকুটে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।
নিহত রশিদুন্নবী বেফিন উপজেলার শাইলকোনা গ্রামের খন্দকার আফছার আলীর ছেলে। মানসিক দুশ্চিন্তার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সহকারী পিওন শাবেরা বেগম অফিস খুলে পরিষ্কার করার জন্য তিনতলায় যান। সেখানে গিয়ে রুমের মধ্যে গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাশেদুন্নবী বেফিন এর মরদেহ দেখতে পান।
এসময় তিনি বিষয়টি উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল হোসেন আকুলকে জানান। আকুল ঘটনাস্থলে গিয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতুকে জানান। তিনি গিয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মরদেহের পাশে টেবিলের উপর থেকে একটি সুইসাইড নোট জব্দ করা হয়। চিরকুট লেখা রয়েছে, `তিনি স্বচ্ছায় মানসিক চাপে আত্মহত্যা করেছেন`।
খবর পাওয়ার পর স্থানীয় এমপি আবুল কালাম আজাদসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রশিদুন্নবী বেফিনের স্ত্রী সুফিয়া বেগম বলেন, গত কয়েক দিন ধরে মন খারাপ এবং মানসিক দুশ্চিন্তায় ছিলেন তিনি। মাঝে মধ্যেই বলতেন তিনি আত্মহত্যা করবেন। কী কারণে আত্মহত্যা করবেন জিজ্ঞাস করলে কিছুই বলতেন না। বুধবার সকালে শাইলকোনা বাড়ি থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্দ্যেশে বের করা হয়। এরপর রাতে আর বাড়ি ফেরেননি।
বাগাতিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজাউল করিম রেজা/এফএ/আরআইপি