পার্বত্য জেলায় শুরু হচ্ছে বৃক্ষ জরিপ


প্রকাশিত: ১০:২০ এএম, ০৬ এপ্রিল ২০১৭

পার্বত্য অঞ্চলে বৃক্ষ নিয়ে শুরু হচ্ছে জরিপ কার্যক্রম। জরিপে তিন পার্বত্য জেলায় প্লট আকারে মোট ৩২০টি স্পট বা ব্লকে চিহ্নিত করা হয়েছে। তন্মধ্যে রয়েছে রাঙামাটিতে ১২৬, বান্দরবানে ১১৭ এবং খাগড়াছড়িতে ৭৭টি প্লট।

রাঙামাটি সদরের তিনটি ইউনিয়নে চিহ্নিত ৭টি প্লট দিয়েই শুরু হচ্ছে তিন পার্বত্য জেলায় এ বন জরিপ কার্যক্রম- যা শেষ হবে এ মাসেই।

বৃহস্পতিবার রাঙামাটিতে এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।

সকাল ১০টায় রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হওয়া দিনব্যাপী সভায় সভাপতিত্ব করেন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা তৌফিকুল ইসলাম। এছাড়া উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ডা. নিলু কান্তি তঞ্চঙ্গ্যা, আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা সুবর্না চাকমা, পার্বত্য চট্টগ্রাম ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের কর্মকর্তা সুবেদার ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউএসএইড ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও’র সহায়তায় পরিচালিত বন জরিপ কার্যক্রমের এ অবহিতকরণ সভায় ইউপি চেয়ারম্যান, মৌজা হেডম্যান ও গ্রামপ্রধানরা (কার্বারি) অংশগ্রহণ করে মতামত দেন।

জরিপ সংক্রান্ত বিস্তারিত উপস্থাপন করেন বন বিভাগের প্রধান কার্যালয়ের কর্মকর্তা জহির ইকবাল এবং অনুষ্ঠান পরিচালনা করেন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা গোলাম কিবরিয়া।

সুশীল প্রসাদ চাকমা/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।