শরীয়তপুরে ৫ চাঁদাবাজ আটক


প্রকাশিত: ০৬:২৪ এএম, ০৯ এপ্রিল ২০১৭

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের খেজুরতলা এলাকার পদ্মা নদী থেকে পাঁচ চাঁদাবাজকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের জানখারকান্দি গ্রামের মৃত শোহরাফ বেপারীর ছেলে কালাম বেপারী (৫০), পাচুখারকান্দি গ্রামের মৃত শফিজ উদ্দিন সরদারের ছেলে মোতালেব সরদার (৪৫), বিলাসপুর সফি কাজির মোড় গ্রামের মৃত ওমর খাঁর ছেলে আলতাফ হোসেন খাঁ (৪৬), খেজুরতালা গ্রামের গিয়াস উদ্দিন মোল্যার ছেলে রাসেল মোল্যা (২০) ও মহর আলী কান্দি গ্রামের আসমত আলী সরদারের ছেলে রুবেল সরদার (৩০)।

শরীয়তপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৯টার দিকে জাজিরার বিলাসপুর খেজুর তলা এলাকার পদ্মা নদী থেকে ট্রলারযোগে বিভিন্ন ট্রলার ও নৌকা থেকে চাঁদাবাজির সময় ট্রলারসহ পাঁচ চাঁদাবাজকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে নগদ এক হাজার ২০টাকা পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আটকরা দীর্ঘদিন যাবত চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ছগির হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।