পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে সামিউল হক (৩৫) নামে এক বাংলাদেশি গরু চোরাকারবারি নিহত হয়েছেন। শনিবার ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তে এই ঘটনা ঘটে। পুলিশ ও বিজিবি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিজিবি ও স্থানীয়রা জানায়, নিহত সামিউল হকসহ একদল গরু চোরাকারবারি শনিবার ভোরে গরু আনতে ঘাগড়া সীমান্তের মেইন পিলার ৭৫০ এর ১৩ নং সাব পিলার এলাকার যায়। এসময় ওই সীমান্তের বিপরীতে ভারতের সিংপাড়া বিএসএফ ফাঁড়ির টহলরত সদস্যরা তাদের গুলি করে। এ ঘটনায় অন্যরা পালাতে সক্ষম হলেও বিএসএফের গুলিতে সামিউল হক ঘটনাস্থলেই মারা যান। শনিবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠায়।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দীন বলেন, সীমান্ত দিয়ে গরু চোরাকারবারিদের সাথে সামিউল হক ভারতের বেরুবাড়ি এলাকায় যায়। এসময় সিংপাড়া বিএসএফ ফাঁড়ির সদস্যরা গুলি করলে সামিউল গুলিবিদ্ধ হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক ঘটনাস্থল পরিদর্শন করে বাংলাদেশি গরু চোরাকারবারি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
এসএস/এআরএস/এমএস