প্রেমিকার সঙ্গে ঝগড়া করে প্রেমিকের আত্মহত্যা
শরীয়তপুরের নড়িয়ায় প্রেমিকার সঙ্গে ঝগড়া করে বিষপানে এক প্রেমিক আত্মহত্যা করেছে। মঙ্গলবার তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে সোমবার রাতে পূর্বপোড়াগাছা পাচুখারকান্দি জামে মসজিদের মোয়াজ্জেম তোফাজ্জল হোসেন সরদার (১৬) নামের ওই প্রেমিক বিষপানে আত্মহত্যা করে।
তোফাজ্জল হোসেন সরদার গোসাইরহাট উপজেলার চরমনপুরা খুরেরচর এলাকার মকবুল হোসেন সরদারের ছেলে। সে মোক্তারের চর পূর্বপোড়াগাছা ইসলামিয়া দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন সরদার গত ২০১৫ সালে মোক্তারেরচর পূর্বপোড়াগাছা ইসলামিয়া দাখিল মাদরাসায় পড়াশোনার জন্য ভর্তি হয়।
তখন থেকেই পূর্বপোড়াগাছা পাচুখার কান্দি জামে মসজিদে মোয়াজ্জেম হিসেবে চাকরি করছেন। ছয় মাস আগ থেকে মসজিদের পাশে পাচখারকান্দি গ্রামের রতন চৌকিদারের মেয়ে মিসু আক্তারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গতকাল সোমবার রাতে মিসু প্রেম করতে অস্বীকার করলে তাদের মাঝে ঝগড়া হয়। পরে সোমবার রাতে মিসুর সঙ্গে অভিমান করে বিষপান করে তোফাজ্জল।
বিষ খেয়ে যন্ত্রণায় চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে আসে। পরে তোফাজ্জলকে নড়িয়া মুলফৎগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শরীয়তপুর সদর হাসপাতালে রেফার্ড করেন।
শরীয়তপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তোফাজ্জলের মরদেহ মঙ্গল দুপুরে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
এদিকে, মিসুর পরিবার বাড়ি থেকে পালিয়েছে। এ ব্যাপারে তোফাজ্জেলের মামাতো ভাই আবুল হোসেন বলেন, আমার ফুফাতো ভাই মিসুর সঙ্গে প্রেম করতো। মিসুর সঙ্গে ঝগড়া করে ও রাতে বিষ খেয়েছে।
প্রতিবেশী ইভা বেগমসহ আরও কয়েকজন জানান, গতকাল রাতে নামাজের পর হঠাৎ চিৎকার শুনি। চিৎকার শুনে কাছে গেলে তোফাজ্জল বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। পরে শুনি বিষ খেয়েছে।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া বলেন, বিষপান করে এক মসজিদের মোয়াজ্জেম আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
মো. ছগির হোসেন/এএম/পিআর