সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল না করে ঘরে ফিরব না : সোহাগ


প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১২ এপ্রিল ২০১৭

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেছেন, আমরা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের গড়া ছাত্রলীগ, আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল না করে ঘরে ফিরব না।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় শরীয়তপুর শিল্পকলা একাডেমি মাঠ প্রাঙ্গণে শরীয়তপুর জেলা ছাত্রলীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ছাত্রলীগই বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল।

এজন্য ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে, স্কুল-কলেজে ছাত্রলীগের নেতৃত্বে সন্ত্রাস-জঙ্গিমুক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। শেখ হাসিনার সোনার বাংলায় আমরা সন্ত্রাসী-জঙ্গিবাদের আস্তানা হতে দিতে পারি না। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. মহসিন মাদবরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহসভাপতি নুসরাত জাহান নূপুর, এটিএম সায়েম লিয়ন, সাকিব হাসান সুইম, আসিফুল্লাহ মিথুন, আসাদুজ্জামান আসাদ, আবু রাসেদ গালিব, মুহাম্মদ আরেফিন সিদ্দিকী সুজন, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক লালন, সায়েম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরান খান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুস সামাদ তালুকদার, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তাইজুল সরকার প্রমুখ।

মো. ছগির হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।