নিখোঁজের সাতদিন পর মিলল শিশুর মরদেহ
নাটোরের সিংড়ায় নিখোঁজের সাতদিন পর আজমত আলী নামের ১০ বছরের এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাহাদুরপুর গ্রামের আজমত আলীর বাড়ির পাশের এক ভুট্টাখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত আজমত আলী একই গ্রামের দুলাল প্রামানিকের ছেলে।
সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুলা আল মামুন ও আজমত আলীর পারিবারিক সূত্র জানায়, আজমত আলী দিনমজুরের কাজ করত।
গত শুক্রবার আজমত আলী তার বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর তার বাড়ির লোকজন তার খোঁজ খবর করতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে বৃহস্পতিবার বিকেলে তাদের বাড়ির পাশের এক ভুট্টাখেতে এলাকাবাসী আজমত আলীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজমত আলীর পচা-গলা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে নিখোঁজের দিনই আজমত আলীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কোনো কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এএম/আরআইপি