পাহাড়জুড়ে বইছে খুশির জোয়ার


প্রকাশিত: ০৪:১১ পিএম, ১৩ এপ্রিল ২০১৭

উৎসবের রঙ লেগেছে পাহাড়ে। খুশির জোয়ারে বৃহস্পতিবার উদযাপিত হয়েছে পাহাড়িদের প্রাণের উৎসব বৈসাবির (বৈসুক, সাংগ্রাইং, বিজু) মূলদিবস।

পুরনো বছরের যত অপূর্ণতা দূর করে নতুন বছরে তা পূরণসহ শুভ-মঙ্গলের প্রার্থনায় বুধবার সাত-সকালে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয় তিনদিনের বৈসাবি বা বিজু উৎসব।

ত্রিপুরাদের বৈসুক, মারমাদের সাংগ্রাইং আর চাকমাদের বিজুর আদ্যাক্ষর সাজিয়ে মেলানো হয়েছে বৈসাবি। উৎসবের মূল আকর্ষণ চাকমাদের গেংখুলী গীতের (লোকজ পালা গান) আসর, বাঁশ নৃত্য, মারমাদের জলকেলি এবং ত্রিপুরাদের গড়াইয়া নৃত্য মাতিয়ে তোলে পাহাড়কে।

Rangamati

শুক্রবার বাংলা নববর্ষের প্রথমদিন বা উৎসবের তৃতীয় দিন চাকমাদের গোজ্যেপোজ্যে, মারমাদের সাংগ্রাইং আপ্যাইং এবং ত্রিপুরাদের বিসিকাতাল উদযাপনের মধ্য দিয়ে শেষ হবে তিনদিনের মূল উৎসব। এদিন পাশাপাশি বাংলা নববর্ষবরণে উদযাপিত হবে বৈশাখী উৎসব।

এ উপলক্ষে রাঙামাটিতে গৃহীত হয়েছে সকালে মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকালে ঐতিহ্যবাহী বলিখেলা, দিনব্যাপী বৈশাখী মেলাসহ বর্ণিল অনুষ্ঠানমালা।

এছাড়া রাঙামাটিসহ বিভিন্ন স্থানে শনিবার থেকে সপ্তাহব্যাপী আয়োজন করা হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাইং জলোৎসব।

রোববার জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে সার্বজনিন জলোৎসব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

Rangamati

এদিকে, পাহাড়িদের বৈসাবি আর আবহমান বাংলার বৈশাখী উৎসবে মাতোয়ারা রাঙামাটিসহ পাহাড়ের মানুষ। বৃহস্পতিবার উৎসবের মূলদিবসে ঘরে ঘরে চাকমারা মূলবিজু, মারমারা সাংগ্রাইং আক্যা এবং ত্রিপুরারা বৈসুকমা পালন করেছে।

এদিন ঘরে ঘরে বাহারি আয়োজন ও আপ্যায়ন দিয়ে উৎসবে মেতেছে পাহাড়ি শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সের নারী-পুরুষ। এতে একাট্টায় মেতেছেন আবহমান বাংলার বাঙালিসহ সব জাতিগোষ্ঠীর মানুষ। এতে পাহাড়জুড়ে বইছে খুশির জোয়ার।

বৃহস্পতিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, রাঙামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকদার, চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা নিজ নিজ বাসভবনে সার্বজনিন আপ্যায়নে সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।

সুশীল প্রসাদ চাকমা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।