ঠাকুরগাঁও জেল গেটে ‘জঙ্গি’ সাহেব ফের আটক


প্রকাশিত: ০২:৫৮ এএম, ১৪ এপ্রিল ২০১৭

হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হওয়ার পর ঠাকুরগাঁও জেলা কারাগারের সামনে থেকে ‘জঙ্গি’ সাহেব জানকে (২০) আবারও আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও থানা পুলিশের ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান নিশ্চিত করেছেন।

সাহেব জানের ভাই ইয়াকুব আলী জানান, গত বছরের ২৭ জুলাই পুলিশ আমার ভাইকে (সাহেব জান) হরিপুর উপজেলার বরিয়াল গ্রাম থেকে গ্রেফতার করে। গত ২৯ মার্চ হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে।

বৃহস্পতিবার হাটকোর্ট থেকে জামিনের কাগজপত্র ঠাকুরগাঁও জেল খানায় আসলে আমরা তাকে নিতে আসি। কিন্তু জেল গেট থেকে বের হতে না হতেই পুলিশ ফের তাকে আটক করে থানায় নিয়ে আসে।

ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ‘জঙ্গি’ সাহেব জানের আটকের কথা স্বীকার করে জানান, তাকে পর্যবেক্ষণের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোন মামলা নেই।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৭ জুলাই হরিপুর উপজেলা বরিয়াম গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল, ৩ রাউন্ট গুলি ও দুইটি দেশীয় অস্ত্রসহ সাহেব জানকে আটক করে পুলিশ। সাহেব জান জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত ও ঠাকুরগাঁওয়ে নাশকতার পরিকল্পনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসায় জানিয়েছিল পুলিশ সুপার ফারহাত আহমেদ।

সাহেব জান হরিপুর উপজেলার বনগাঁও ফাজিল মাদরাসা থেকে চলমান এইচএসসি পরীক্ষা জেলে বসে দিচ্ছিল।

রবিউল এহসান রিপন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।