ভূমিকম্পে সুস্থ জীবনে ফিরেছে সবুজ


প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২৬ এপ্রিল ২০১৫

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্পে অলৌকিকভাবে সুস্থ জীবন ফিরে পেয়েছে সবুজ (৫) নামে প্রতিবন্ধী এক শিশু। জন্ম থেকে প্রতিবন্ধী এই শিশুটি এখন পায়ের গোড়ালির পরিবর্তে পায়ের পাতা দিয়ে হাঁটতে পারছে।

জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার মধুপুর কালিতলা গ্রামের দিনমজুর আ. রাজ্জাকের ছেলে সবুজের ডান পা ছিল জন্ম থেকেই বাঁকা। পায়ের পাতার পরিবর্তে গিরা দিয়ে হাঁটতো সে। তার চিকিৎসায় পরিবারের লোকজন বিভিন্ন ডাক্তার কবিরাজ ও হেকিমের শরণাপন্ন হলেও তার পা ভালো হয়নি। অবশেষে সে শুক্রবার পার্শ্ববর্তী ঘনিমহেশপুর গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে।

শনিবার দুপুরে ভূমিকম্প শুরু হলে শিশুটির নানি হোসনে আরা তার বাঁকা পা মাটিতে চেপে ধরে থাকে। এতে অলৌকিকভাবে তার ডান পা ভালো হয়ে যায়। বর্তমানে সে মাটিতে পায়ের পাতা ফেলে হাঁটতে পারছে।

বিষয়টি নিয়ে শিশুটির নানি হোসনে আরা বেগম জাগো নিউজকে জানান, সবুজ যখন হাঁটতে শেখে তখন সে ঠিকমত হাঁটতে পারতো না। পায়ের গিরা দিয়ে হাঁটাচলা করতো। পরবর্তীতে হেকিম কবিরাজদের পরামর্শে তিনি ভূমিকম্পের জন্য অপেক্ষা করতে থাকেন। ভূমিকম্পের সময় তিনি সবুজের পা মাটিতে চেপে ধরেন এবং ভূমিকম্প শেষে অলৌকিকভাবে তার ডান পা ভালো হয়ে যায়।

এমজেড/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।