জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ১৫ এপ্রিল ২০১৭

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বৈশাখী মেলা দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার রাতে দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম মোয়াজ্জেম হোসেন (১৬)। বাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের দোলভিটি গ্রামে। সে এবছর স্থানীয় শাপলা আইডিয়াল হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

দুর্ঘটনার পর থেকে মোয়াজ্জেমের বাবা আলতাফ হোসেন আহাজারি করতে করতে বলছিলেন, ‘মেলায় গিয়ে একি হলো আমার মোয়াজ্জেমের! তোমরা আমার মোয়াজ্জেমকে আইনে দাও।’

জানা গেছে, মোয়াজ্জেম শুক্রবার পিকআপ ভ্যানে করে বন্ধুদের সঙ্গে তারাকান্দি বৈশাখী মেলায় গিয়েছিল। বাড়ি ফেরার পথে তারাকান্দি-সরিষাবাড়ী আঞ্চলিক মহাসড়কের তারাকান্দি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পিকআপ ভ্যানের সামনে থাকায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মোয়াজ্জেম।

শাপলা আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক সুলতান আহমেদ বলেন, মোয়াজ্জেম এ বছর ওই স্কুলের মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।