শেরেবাংলার নামে পদ্মা সেতুর নামকরণের দাবি
পদ্মা সেতুর নামকরণ উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক, জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের নামে করার দাবি উঠেছে। সোমবার শেরেবাংলার ৫৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জন্মস্থান ঝালকাঠির রাজাপুরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
ঢাকাস্থ শেরেবাংলা স্মৃতি একাডেমি ও রাজাপুর রিপোর্টার্স ইউনিটি যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় রাষ্ট্রীয়ভাবে সাতুরিয়ায় শেরেবাংলার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করার দাবিও করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরউজ্জামান এবং প্রধান বক্তা ছিলেন শেরেবাংলা স্মৃতি একাডেমির আজীবন সদস্য সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.বদরুদ্দিন তোতা মৃধা।
এসময় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ, রাজাপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি এনামুল হোসেন খান, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আহসানুল কবির মামুন, ঝালকাঠি মিডিয়া ক্লাবের সহ-সভাপতি রহিম রেজা, রাজাপুর প্রতিবন্ধী সমিতির নির্বাহী পরিচালক মো. আলমগীর শরীফ প্রমুখ শেরেবাংলার জীবনের বিভিন্ন দিক আলোকপাত করেন।
অনুষ্ঠান শেষে শেরেবাংলার বিদ্রেহী আত্মার শান্তি এবং দেশ ও জাতির অগ্রগতি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এসএস/এমএস