ঝিনাইগাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক


প্রকাশিত: ১১:২৯ এএম, ২৭ এপ্রিল ২০১৫

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বগাডুবি ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। আটকরা হলো, পটুয়াখালীর দুমকি উপজেলার ইউনুস আলী (২৭), জামালপুরের ইসলামপুর উপজেলার বেনুয়ারচরের মো. ছামিদুল (৩৭), মাতারপার চাঁনপুর এলাকার খোকন মিয়া (২৫) ও শেরপুরের দমদমা কালিগঞ্জ এলাকার জাকির হোসেন (১৮)।

রোববার রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি চাপাতি, ২টি রামদা, ২টি লোহার গ্রিল কাটার মেশিন, ১টি চাকু, ৪০টি তালা এবং ২৫টি চাবি উদ্ধার করা হয়েছে। শেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে সোমবার দুপুরে এ বিষয়ে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত দেড়টার দিকে ঝিনাইগাতীর বগাডুবি ব্রিজের দক্ষিণ পাশের এলাকা থেকে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করা হয়। এসময় ওই ব্রিজ এলাকায় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্ত:জেলা ডাকাতদলের সদস্য বলে স্বীকার করেছে। তারা দলনেতা ছামিদুলের নেতৃত্বে দীর্ঘদিন যাবত জামালপুর, টাঙ্গাইল এবং শেরপুর জেলায় সাইকেল, মোটরসাইকেল চুরিসহ বাসাবাড়িতে চুরি করে আসছে।

তারা মূলত, জামালপুর রেল স্টেশনে মন্ডল গেস্ট হাউজে অবস্থান করে তাদের অপকর্ম সংঘটন করে। দলনেতা ছামিদুল চোর চক্রের জন্য রেলস্টেশন হতে বাচ্চা-ছেলেদের জোগাড় করে তাদের প্রশিক্ষণ প্রদান করে।

ঝিনাইগাতী থানা পুলিশের ওসি ফসিহুর রহমান জানান, এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।