দুই পার্বত্য জেলায় হরতাল বুধবার


প্রকাশিত: ১১:৫৭ এএম, ১৭ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য গণপরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।

সোমবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে পার্বত্য গণপরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান অ্যাডভোকেট পারভেজ তালুকদার এ কথা জানান।

তিনি জানান, লাশবাহী গাড়ি, রোগীবাহী অ্যাম্বুলেন্স, বিয়ের গাড়ি, ধর্মীয় কারণে চলাচলকারী যান, ফায়ার সার্ভিস হরতালের আওতামুক্ত থাকবে। পার্বত্য চট্টগ্রাম সমধিকার আন্দোলনের পক্ষে মহাসচিব মো. মনিরুজ্জামান মনির এ হরতালের পক্ষে সমর্থন দিয়েছেন বলেও জানান পার্বত্য গণপরিষদের চেয়ারম্যান।

সম্প্রতি মহালছড়িতে ছাদিকুল ইসলাম নামে এক বাঙালি মোটরসাইকেল চালককে অপহরণের পর হত্যায় জড়িতদের গ্রেফতার, তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, পাকুয়াখালী, ভূষণছড়াসহ পার্বত্য চট্টগ্রামের সব হত্যাকাণ্ডের বিচার, পার্বত্য চট্টগ্রামে ভূমি বন্দোবস্তু চালু, রাজা ত্রিদিব রায়ের নামে সব স্থাপনার নাম বাতিল ও তার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে এ হরতালের ডাক দিয়েছে পার্বত্য গণপরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।

সুশীল প্রসাদ চাকমা/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।