যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত


প্রকাশিত: ০৪:০৯ পিএম, ১৮ এপ্রিল ২০১৭

যৌন হয়রানির অভিযোগে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৬৩ নং বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম কাওসার মিলনকে (৪৫) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ ওই শিক্ষককে বরখাস্তের আদেশ দেন।

জানা যায়, ওই বিদ্যালয়ে গত তিন মাসে যৌন হয়রানির শিকার ৫ম শ্রেণির চারজন এবং ৩য় শ্রেণির একজন ছাত্রী। এ ব্যাপারে গত সোমবার অভিভাবকরা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমানের বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগ তদন্তে মঙ্গলবার দুপুরে স্কুলে যান সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক আলম। তখন এলাকাবাসী প্রধান শিক্ষকের অপসারণ ও উপযুক্ত শাস্তির দাবিতে বিদ্যালয় মাঠে বিক্ষোভ করেন।

একপর্যায়ে উত্তেজিত এলাকাবাসী প্রধান শিক্ষকের ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে এবং প্রধান শিক্ষক এস এম কাওসার মিলনকে নিজ কক্ষে অবরুদ্ধ করে রাখেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ প্রধান শিক্ষককে পালং মডেল থানায় নিয়ে আসেন।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, প্রধান শিক্ষক এস এম কাওসার মিলনকে থানায় নিয়ে আশা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ পেয়ে সদর উপজেলার একজন সহকারী শিক্ষা অফিসারের মাধ্যমে সরেজমিন তদন্ত করি। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে। তাই প্রধান শিক্ষক এস এম কাওসারকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মো. ছগির হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।