জঙ্গি তৎপরতার অভিযোগে আটক ৬ শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ


প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৯ এপ্রিল ২০১৭

শেরপুর শহরের চকবাজার এলাকার একটি ছাত্রাবাস থেকে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটকের ১৫ ঘণ্টা পর বুধবার বিকেল ৪টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার রাত ১টার দিকে তাদেরকে আটক করা হয়েছিল বলে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে পুলিশ সুপার রফিকুল হাসান গণির নেতৃত্বে শহরের চকবাজারের একটি ছাত্রাবাসে অভিযান চালানো হয়। এ সময় ওই ছাত্রবাস থেকে ছয়জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ ও দুটি কম্পিউটার জব্দ করা হয়। পুলিশ তদন্তের স্বার্থে আটক শিক্ষার্থীদের নাম-পরিচয় প্রকাশ করেনি।

তবে নামপ্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, আটকদের মধ্যে দুইজন শেরপুর, তিনজন জামালপুর ও একজন নেত্রকোনা জেলার বাসিন্দা। আটকরা শেরপুর সরকারি কলেজ ও শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্র। এদের মধ্যে দুইজন পড়াশুনার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে পার্টটাইম চাকরি করেন এবং অন্যরা অনলাইন ভিত্তিক আউটসোর্সিংয়ের কাজ করেন।

এ বিষয়ে শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ওই ছয় ছাত্রকে শহরের একটি মেস থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

হাকিম বাবুল/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।