শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত


প্রকাশিত: ০৩:১৯ এএম, ২৩ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

শেরপুরে শ্রীবরদী উপজেলার বালিজুড়ি খ্রীস্টানপাড়া গ্রামে পাহাড় থেকে নেমে আসা বন্যহাতির আক্রমণে এক গারো কৃষক নিহত এবং তার স্ত্রী-ছেলে আহত হয়েছেন। শনিবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ভেরুনা ম্রুং (৪০) ওই এলাকার নিবন নেংমিনজার ছেলে। শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শ্রীবরদী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রাঞ্জল সাংমা জানান, বালিজুড়ি এলাকার খ্রীস্টানপাড়া গ্রামে গত তিনদিন ধরেই রাতের আধারে প্রায় ৪০/৫০টি বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। হাতির দল রাতভর পাহাড়ের ঢালে কৃষকদের চাষ করা ধানখেতে তাণ্ডব চালিয়ে ভোরে আলো ফোটার আগেই আবার পাহাড়ে চলে যায়।

শনিবার সন্ধ্যার পরই বন্যহাতির দলটি ফের লোকালয়ে নেমে এলে স্থানীয় লোকজন মশাল-লাঠিসোঠা নিয়ে ইটপাটকেল ছোড়ে, হৈ-হল্লা করে হাতি তাড়াতে চেষ্টা করে। রাত সোয়া ১২টার দিকে হাতির দলটি লোকজনের বসতবাড়িতে হানা দেয়।

এসময় হাতির আক্রমণে ভেরুনা ম্রুংয়ের স্ত্রী শৈল দুফু (৩৪) ও তার ছেলে বিজয় মারাত্বক আহত হন। গুরুতর আহত ভেরুনা ম্রুংকে স্থানীয় লোকজন উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে বন্যহাতির দল রাতেই পাহাড়ে চলে যায়।

বর্তমানে হাতির দলটি বালিজুড়ি এলাকার পাশের ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ে অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকার লোকজনের মাঝে এখন হাতি আতংক বিরাজ করছে।

হাকিম বাবুল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।