ইলিশের কেজি ১শ টাকা!
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় মাত্র ১শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ। তবে সবগুলো পোনা ইলিশ। প্রতি কেজিতে উঠছে হাজারেরও বেশি পোনা। সরকার এ ব্যাপারে বার বার নিষেধাজ্ঞা জারি করলেও স্থানীয় জেলেরা নদী থেকে এসব মাছ ধরে তা বাজারে বিক্রি করছেন।
ফারুক নামে একজন জানান, তিনি দেড় কেজি ইলিশের পোনা কিনেছেন দেড়শ টাকা দিয়ে। তবে এনজিও কর্মী কোহিনুর জানান ভিন্ন কথা। তিনি জানান, এক কেজি গুঁড়া ইলিশ তিনি কিনেছেন ২০০ টাকায়।
এসব পোনা ইলিশ খাউলিয়া, সন্ন্যাসী ও বলেশ্বর নদীর মোহনা থেকে কিনে বিভিন্ন বাজারে বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে।
এ ব্যাপারে কোস্টগার্ড মোড়েলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার ফরিদ আহমেদ বলেন, ৩ নম্বর সিগন্যাল চলছে। নদী উত্তাল। আবহাওয়া দুর্যোগপূর্ণ। এ সুযোগে অধিক ঝুঁকি নিয়ে হয়তো কিছু জেলে নদীতে নামছে। তারপরও আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ ইয়াকিন আলী বলেন, খারাপ আবহাওয়ার কারণে নদীতে টহল বন্ধ রয়েছে। পরবর্তীতে আর এমনটি যাতে না করতে পারে সে ব্যবস্থা নেয়া হবে।
এমএএস/আরআইপি