বাগেরহাটে ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণ


প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৩ এপ্রিল ২০১৭

বাগেরহাট জেলা থেকে ভিক্ষাবৃত্তি দূরীকরণের জন্য ভিক্ষুদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়েয়ে জেলার ৯টি উপজেলা থেকে আগত ভিক্ষুদের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপকরণ তুলে দেন ডা. মোজাম্মেল হোসেন এমপি।

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. মোজাম্মেল হোসেন।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ সর্বক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। এক সময়ে বিদেশিরা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে অবিহিত করতো। কিন্তু আজকের বাংলাদেশের চেহারা অন্যরকম। তাই শেখ হাসিনার সরকার দেশ থেকে ভিক্ষাবৃত্তি দূর করার ঘোষণা দিয়েছেন।

এরই অংশ হিসেবে আজ বাগেরহাট জেলার ভিক্ষুকদের বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করা হয়েছে। যেন তারা আর ভিক্ষার মতো পেশা বেছে না নেয়। তিনি আশা প্রকাশ করেন সকলের সহযোগিতায় অল্প সময়ের মধ্যে দেশের অন্য এলাকায়ও ভিক্ষুকমুক্ত করতে সক্ষম হবে সরকার।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিকুর রহমান, মো. মামুল উল হাসান, মো. মোমিনুর রশীদ, বাগেরহাট সদর উপজেলার নির্বাহী অফিসার গোলাম হাফিজ প্রমুখ।

শওকত আলী বাবু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।