মানিকগঞ্জে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ২৫ এপ্রিল ২০১৭

মানিকগঞ্জের হরিরামপুরে আব্দুল হালিম নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুর রাজ্জাক (৩০), সমির উদ্দিন (২৬) ও মফজেল মিয়া (২৮)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আব্দুল হালিম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ২০১৪ সালের ১৬ মার্চ রাতে হরিরামপুর উপজেলার বলড়া এলাকা থেকে আব্দুল হালিম মোটরসাইকেলসহ নিখোঁজ হন। এর দুই দিন পর পার্শ্ববর্তী লেছড়াগঞ্জ এলাকায় আসামি সমিরকে হালিমের মোটরসাইকেলসহ আটক করে স্থানীয়রা। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হরিরামপুরের আন্ধারমানিক চর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় হালিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় হালিমের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে হরিরামপুর থানায় একটি হত্য মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামি রাজ্জাক, মফজেল ও বাতেনকে গ্রেফতার করে ২০১৪ সালের ২২ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে।।

আসামি বাতেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বাকি তিন আসামির মধ্যে মফজেল জামিন নিয়ে পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় অন্য দুই আসামি আব্দুর রাজ্জাক ও সমির উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। মামলায় মোট সাতজন সাক্ষী সাক্ষ্য দেন।

রাষ্ট্রপক্ষে পিপি আব্দুল সালাম ও আসামি পক্ষে অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশা মামলাটি পরিচালনা করেন।

বি.এম খোরশেদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।