নাশকতায় দগ্ধ ড্রাইভারকে ১০ লাখ টাকার অনুদান
ঠাকুরগাঁওয়ে অবরোধ-হরতালে পেট্রলবোমায় দগ্ধ রফিকুল ইসলামকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস দগ্ধ রফিকুলের হাতে ১০ লাখ টাকার সঞ্চয় পত্র তুলে দেন। সঞ্চয়পত্র থেকে তিনি প্রতিমাসে ১০ হাজার করে টাকা পাবেন।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি রাত ৯টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল নামকস্থানে ট্রাকে পেট্রলবোমা হামলায় রফিকুল দগ্ধ হন। প্রথমে তাকে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
রফিকুল ইসলাম জানান, আমার আয়ের উপর চলতো আমার সংসার। এ অবস্থায় আমার পরিবার চরম দুর্দশার শিকার হয়। এ ব্যয়বহুল চিকিৎসার খরচ যোগান দেওয়া আমার পক্ষে সম্ভব হতো না।
এ অবস্থায় প্রধানমন্ত্রী আমার পাশে এসে দাঁড়িয়েছেন। সত্যিকার অর্থে দগ্ধ যন্ত্রণা আমি ভুলে গেছি। পরিবারের আর্থিক কষ্ট থাকছে না। তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন এবং তার দীর্ঘায়ু কামনা করেন ।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস জানান, পেট্রলবোমায় দগ্ধ রফিকুল ইসলামের আর্থিক অনুদানের জন্য প্রধানমন্ত্রী দপ্তরে আবেদন পাঠানো হয়। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী অনুদান হিসেবে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান করেন।
এমএএস/পিআর